অপহরণের পর চোরাই মোবাইলে টাকা আদায়, ২ যমজ ভাই গ্রেপ্তার
চট্টগ্রামে চোরাই মোবাইল ও সিম ব্যবহার করে এক শিশুকে অপহরণ ও মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে দুই যমজ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- জিসান উদ্দিন রোকন (২১) ও জিয়াম উদ্দিন আরমান (২১)।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় রোকনের হেফাজত থেকে অপহৃত মো. ইকবাল হাসানকে (১৩) উদ্ধার করা হয়
চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার রাইসুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির ইমাম হোসেন মাদ্রাসার শিক্ষার্থী ইকবাল। গত ৬ মার্চ কক্সবাজারের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাকলিয়া এলাকায় এলে তাকে প্রলোভন দেখিয়ে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকার রাস্তা থেকে নিয়ে যায় এই দুই যমজ। এরপর ফোনে ইকবালের বাবার কাছে অপহরণের কথা বলে ৪০ হাজার টাকা মুক্তিপণ চায় তারা।’
‘তাদের হুমকিতে ইকবালের বাবা নগদের মাধ্যমে নয় হাজার টাকা পাঠান। কিন্তু, টাকা দেওয়ার পরও ছেলেকে না পেয়ে তিনি বাকলিয়া থানায় অভিযোগ করেন,’ বলেন তিনি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং এক পর্যায়ে দুই যমজের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।’
রুহুল আমিন আরও বলেন, ‘এদের বিরুদ্ধে পূর্বেও এ ধরনের অভিযোগ ছিল। তাই গ্রেপ্তার এড়াতে তারা চোরাই মোবাইলের আশ্রয় নিয়েছিল। কিন্ত, তাতেও তারা ধরা পড়ে যায়। তাদের কাছ থেকে সেই চোরাই মোবাইল ও সিম উদ্ধার করেছে পুলিশ।’
এ ঘটনায় ভিকটিমের বাবা নুরুল হক বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেছেন।
Comments