খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া পাটকল রক্ষা আন্দোলনের শ্রমিক রুহুল আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনার কয়েকটি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
‘খুলনার সচেতন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ’ ব্যানারে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া পাটকল রক্ষা আন্দোলনের শ্রমিক রুহুল আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনার কয়েকটি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

আজ রবিবার বিকেল চারটায় ‘খুলনার সচেতন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ’ ব্যানারে খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন।

তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে।

তারা অবিলম্বে এই আইন বাতিল করে রহুল আমিনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, একই আইনে লেখক মোস্তাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ ১০ মাসের মতো কারাগারে থাকার পর কারাগারেই মারা গেছেন মোস্তাক আহমেদ। কিশোরের অবস্থাও ভালো নয়। এটা নিয়ে কথা বলতে গিয়ে এই আইনেই মামলার শিকার হয়েছেন রুহুল আমিন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর গোয়ালখালীর একটি মেস থেকে থেকে রুহুল আমিন আটক করে নিয়ে যাওয়া হয়। এসময়ে একই বাড়ি থেকে ওই সংগঠনের আহবায়ক কমিটির সদস্য নিয়াজ মুর্শিদ দোলনকেও আটক করে পুলিশ। পরে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১০ মিনিটের দিকে নিয়াজ মুর্শিদ দোলনকে ছেড়ে দেওয়া হয়। আর রুহুল আমিনকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

Comments

The Daily Star  | English

July-August protesters won't face cases: home ministry

Police have already dropped charges of committing violence and cybercrimes against all the accused in around 650 cases countrywide

1h ago