বগুড়ায় ৩৭টি কচ্ছপ উদ্ধার, ২ পাচারকারী আটক

বগুড়া শহরের তিনমাথা এলাকায় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে থেকে ৪০ কেজি ওজনের ৩৭টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) একটি দল।
উদ্ধারকৃত কচ্ছপ নিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। ছবি: স্টার

বগুড়া শহরের তিনমাথা এলাকায় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে থেকে ৪০ কেজি ওজনের ৩৭টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) একটি দল।

এ ঘটনায় কচ্ছপ পাচারকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ডব্লিউসিসিইউ’র পরিদর্শক অসীম কুমার মল্লিক।

আটককৃতরা হলেন, রবীন্দ্র চন্দ্র দাশ (৫৮) এবং রফিকুল ইসলাম (৫৩)। তারা দুজনেই বগুড়া সদরের বাসিন্দা।

তারা কয়েক বছর ধরে কচ্ছপ পাচার করে আসছিলেন বলে জানিয়েছেন ডব্লিউসিসিইউ’র কর্মকর্তারা।

অসীম কুমার মল্লিক বলেন, ‘আজ সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন “তীর”র সহায়তায় আমরা পাচারকারীদের হাত থেকে কচ্ছপগুলোকে উদ্ধার করেছি।’

‘আটককৃত দুজনকে আমরা ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করব এবং কচ্ছপগুলোকে কোথায় অবমুক্ত করা হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব’, যোগ করেন তিনি।

ডব্লিউসিসিইউ’র এই কর্মকর্তা আরও বলেন, ‘কচ্ছপ জলজ পরিবেশকে প্রাকৃতিকভাবে দুষণমুক্ত রাখতে সাহায্য করে।’

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago