বেনাপোল দিয়ে ভারত থেকে খননকাজে ব্যবহৃত ৮ ট্রাক দাহ্য পদার্থ আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে থেকে খননকাজে ব্যবহৃত আট ট্রাক বোঝাই ১১১ মেট্রিক টন দাহ্য পদার্থ আমদানি করা হয়েছে।
Benapole.jpg
ভারত থেকে আমদানিকৃত দাহ্য পদার্থ বহনকারী ট্রাক। ছবি: স্টার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে থেকে খননকাজে ব্যবহৃত আট ট্রাক বোঝাই ১১১ মেট্রিক টন দাহ্য পদার্থ আমদানি করা হয়েছে।

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য এই দাহ্য পদার্থ আমদানি করা হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।

গতকাল রোববার রাতে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোল বন্দর দিয়ে এ দাহ্য পদার্থের ট্রাক বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট এএস ইন্টারন্যাশনাল বন্দর থেকে দাহ্য পদার্থের চালান খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় ট্রাক থেকে এসব দাহ্য পদার্থ খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড করা হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানান কাস্টমস হাউসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র।

কাস্টমস সূত্র জানায়, প্রতিষ্ঠানটি গত বছরের ৩০ ডিসেম্বর দশ ট্রাকে ১২০ মেট্রিক টন দাহ্য পদার্থ আমদানি করেছিল।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এ দাহ্য পদার্থ আমদানি করা হয়েছে।

এ ঘটনায় বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পণ্য চালানটি দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

বেনাপোল দিয়ে খননকাজে ব্যবহৃত ১০ ট্রাক দাহ্য পদার্থ এসেছে ভারত থেকে

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

9h ago