রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে: ইসলামিক ফাউন্ডেশন

রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে বলে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভায় একমত পোষণ করা হয়েছে।

রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে বলে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভায় একমত পোষণ করা হয়েছে।  

আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সভায় পবিত্র রমযান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমযান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

উল্লেখ্য যে, এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও একইরূপ মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।

Comments

The Daily Star  | English

74pc university admission seekers suffer from depression: SUST study

Among them, 26pc suffer from mild depression, 26pc from moderate depression, and 22pc from severe depression

25m ago