মেসিকে নিয়ে কথা বলা নিষিদ্ধ তার

শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎ কোথায় খুঁজে নিবেন লিওনেল মেসি? বার্সেলোনায় না-কি নতুন কোনো ক্লাবে। আর নতুন ক্লাব হলে সেটা কোন দল হতে পারে? এ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল ভক্তদের। আর এ কারণে কোনো গুঞ্জন উঠলে তার সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্লাবের খেলোয়াড়দের নানা প্রশ্ন করে থাকেন সাংবাদিকরা। অনেক সময় খেলোয়াড়রা নিজ থেকেও বলেন। কিন্তু মেসিকে নিয়ে কোনো ধরণের কথা বলতে পিএসজির লিয়েন্দ্রো পারাদেসকে নিষেধাজ্ঞা জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎ কোথায় খুঁজে নিবেন লিওনেল মেসি? বার্সেলোনায় না-কি নতুন কোনো ক্লাবে। আর নতুন ক্লাব হলে সেটা কোন দল হতে পারে? এ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল ভক্তদের। আর এ কারণে কোনো গুঞ্জন উঠলে তার সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্লাবের খেলোয়াড়দের নানা প্রশ্ন করে থাকেন সাংবাদিকরা। অনেক সময় খেলোয়াড়রা নিজ থেকেও বলেন। কিন্তু মেসিকে নিয়ে কোনো ধরণের কথা বলতে পিএসজির লিয়েন্দ্রো পারাদেসকে নিষেধাজ্ঞা জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ।

মেসির দল বদল নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পিএসজি। অনেকের মতে এ ক্লাবের সঙ্গে এক প্রকার মৌখিক চুক্তি হয়ে আছে মেসির। সাম্প্রতিক সময়ে এ গুঞ্জন আরও বেশি। যদিও বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হিসেবে হুয়ান লাপোর্তা নির্বাচিত হওয়ার পর পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু আর্থিক ঘাটতির কারণে তার পক্ষেও হয়তো মেসিকে ধরে রাখা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে নতুন কোনো ক্লাবে মেসিকে দেখা কঠিন কিছু নয়।

তাই মেসির পিএসজিতে যোগ দেওয়া প্রসঙ্গে সম্প্রতি পারাদেসের কাছে জানতে চেয়েছিল লা জার্নাল দু দিমানচি। তবে এ আর্জেন্টাইন মিডফিল্ডারের উত্তর, 'আমি যা বলছিলাম তাতে লোকেরা আমার অবস্থান পছন্দ করেনি। কিছু লোক এটিকে অসম্মানজনক হিসাবে দেখেছিল। আমার জন্য ব্যাপারটা এমন ছিল না। মেসি তার ভবিষ্যতের কথা মৌসুম শেষে নিজেই জানিয়ে দিবে।'

অথচ গত ডিসেম্বরে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পারাদেস বলেছিলেন, 'পিএসজিতে মেসি? আমি আশা করি, আমরা সকলেই চাই তিনি এখানে আসবেন। আমি আশা করি লিও নিজের জন্য সেরা সিদ্ধান্ত নেবে, তবে আমরা তাকে উন্মুক্ত মনে স্বাগত জানাব।'

আর পারাদেসের এ কথা বেশ খেপেছিলেন বার্সা কোচ রোনাল্ড কোমানসহ অনেকেই। তার মন্তব্যকে অসম্মানজনক বলছেন তারা। এরপরই নিজের ভবিষ্যতের কথা মৌসুম শেষে জানানোর কথা বলেছিলেন বার্সা অধিনায়ক মেসি।

এদিকে, মেসির সঙ্গে ফের একসঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তার বন্ধু নেইমার। বার্সাতেই ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক টানাপোড়নে তা প্রায় অসম্ভব। কিন্তু মৌসুমের শুরুতে মেসি দল ছাড়তে চাওয়ায় নতুন পথ সৃষ্টি হয়েছে। পিএসজিতেই একসঙ্গে খেলতে পারেন দুই বন্ধু। আর এরজন্য মেসিকে বোঝাচ্ছেন তিনি। সঙ্গে আনহেল দি মারিয়া ও পারাদেসরাও বোজাচ্ছেন। তাই শেষ পর্যন্ত মেসিকে পিএসজিতে দেখা অসম্ভব কিছু নয়।

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

26m ago