চাঁদপুরে পুলিশের গুলিতে ১ জেলে নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় নৌ পুলিশের শটগানের গুলিতে আহত মাসুদ হোসেন (২২) নামে এক জেলে ঢাকা মেডিকেলে মারা গেছেন।

গতকাল সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত মাসুদ হোসেনের বাড়ি পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ কালীরচর এলাকায়।

সংঘর্ষের সময় জেলেদের ছোঁড়া ইটপাটকেলে আঘাতে আহত হন মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসেন। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ টহল দল রাতে নদীতে নামে। এসময় মোহনপুর এলাকায় মেঘনা নদীতে পাঁচ জেলেকে নদীতে জাটকা ধরতে দেখা যায়। পুলিশ তাদের ধাওয়া করলে জেলেরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোঁড়ে। মাসুদ নামের এক জেলের বাম পায়ের উরুতে গুলি লেগেছে।’

তিনি আরও বলেন, ‘নবীর হোসেন (১৫), আমির হোসেন (৭৫) ও আহত অবস্থায় মাসুদ হোসেনকে আটক করেছে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। আহত মাসুদকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

আটক অপর দুই জেলে মতলব মোহনপুর পুলিশ ক্যাম্পে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago