‘শুরুতেই ঝামেলা নয়’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো উ. কোরিয়া
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং গতকাল সোমবার বাইডেন প্রশাসনকে ‘শুরুতেই ঝামেলা না পাকাতে’ সতর্ক করেছেন।
পিয়ং ইয়ংয়ের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা সত্ত্বেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে হোয়াইট হাউজ বিবৃতি দেয়। এর কয়েক ঘণ্টা পরেই কিম ইয়ো জং এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
ইয়ো জং বলেন, ‘যদি তারা আগামী চার বছর শান্তিতে ঘুমাতে চায়, তাহলে শুরুতেই ঝামেলা পাকানো উচিত হবে না তাদের।’
গতকাল হোয়াইট হাউজের প্রেস সচিব জেন পিসাকি সাংবাদিকদের জানান, তার প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা সব সময়ই চাই কূটনৈতিক সমাধানের দিকে যেতে। আমাদের লক্ষ্য শান্তি বজায় রাখা। কিন্তু আমরা এখনো কোনো উত্তর পাইনি। অসংখ্যবার চেষ্টা করার পরেও প্রায় এক বছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো কার্যকর আলোচনা করতে পারেনি।’
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের পলিসি পর্যালোচনা করছে বাইডেন প্রশাসন। আগের প্রশাসনের থেকে আলাদা কিছু এখনও বলেনি বাইডেন প্রশাসন। বিভিন্ন সময়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্য ‘উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের দিকে নিয়ে যাওয়া’।
পরমাণু নিরস্ত্রীকরণের এই ধারণাটিই উত্তর কোরিয়ার কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেফরি লুইস।
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির রাজনৈতিক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ভিপিন নারাং বলেন, ‘আমরা যখনই এই শব্দটি ব্যবহার করি, তখনই আলোচনা পাঁচ বছর পিছিয়ে যায়। কেননা উত্তর কোরিয়া কখনোই এই ব্যাপারে রাজি হয়নি।’
উত্তর কোরিয়া বিভিন্ন কারণেই পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে রাজি নয়। যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পারমাণবিক প্রকল্প বন্ধ করে দেওয়ার পর ইরাক ও লিবিয়ার নেতাদের উৎখাত এবং ট্রাম্প সরকারের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি করতে বাধ্য হওয়া। কিন্তু শেষ মুহূর্তে চুক্তি সই না করে উল্টো ইরানের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা, দেশটির শীর্ষস্থানীয় জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা।
কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে হুমকি দিলেও আশার কথা হচ্ছে উত্তর কোরিয়া নতুন মার্কিন প্রেসিডেন্টের আগমনকে নতুন মিসাইল বা অন্য কোনো অস্ত্র পরীক্ষার মাধ্যমে স্বাগত জানায়নি। দেশটি প্রায়ই এ কাজ করে থাকে।
Comments