‘মেসিকে নিয়ে আর বেশি কিছু বলার নেই’
বয়স ৩৪ ছুঁইছুঁই। এমন বয়সে অনেক সাবেক তারকা বুট জোড়া তুলে রেখেছিলেন। কিন্তু লিওনেল মেসি ভিন্ন ধাতুতে গড়া। মৌসুমের শুরুতে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। সমালোচকরা দেখতে শুরু করেছিলেন তার শেষ। সেসব ছাপিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ে দুরন্ত বেগে ছুটছেন তিনি। তার এমন নৈপুণ্য বিস্মিত করছে বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানকে।
সোমবার রাতে স্প্যানিশ লা লিগায় ফের দেখা গেছে ‘মেসি-ম্যাজিক’। পিএসজির কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা যেন তাতিয়ে রেখেছিল তাকে। নিন্দুকদের জবাব দেওয়ার তাগিদও হয়তো ছিল! বার্সা অধিনায়ক মেসি ঝালটা মেটান পয়েন্ট তালিকার তলানির দল হুয়েস্কার উপর। নিজে করেন জোড়া গোল। দুটি গোলই ডি-বক্সের বাইরে থেকে। চোখ কপালে তোলার মতো! মাঝে সতীর্থ অস্কার মিনগেজার গোলেরও যোগান দেন তিনি। ফলে ৪-১ গোলে জিতে লিগের শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল করেছে কাতালানরা।
২১ গোল নিয়ে পিচিচি ট্রফি জয়ের দৌড়ে সবার উপরে অবস্থান করছেন মেসি। হুয়েস্কার বিপক্ষে ম্যাচে দুটি রেকর্ডেরও মালিক হন তিনি। বার্সার জার্সিতে সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজের সমান ৭৬৭ ম্যাচ খেলার কীর্তি ছুঁয়েছেন তিনি। এছাড়া, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার টানা ১৩ মৌসুমে অন্তত ২০ গোলের নজির গড়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোমান বলেছেন, মেসিকে মূল্যায়ন করতে গিয়ে ‘বিশেষণের অভাবে’ ভুগছেন তিনি, ‘আমার মনে হয়, মেসিকে নিয়ে আমরা আর বেশি কিছু বলতে পারি না। ক্যারিয়ার জুড়েই সে এমন (উঁচু) মানের (ফুটবল) খেলেছে; অনেক বছর ধরে, অনেক অনেক ম্যাচে।’
আগামী ২২ মার্চ রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। ওই ম্যাচে নামলেই এক সময়ের সতীর্থ জাভিকে টপকে এককভাবে শীর্ষে উঠে যাবেন মেসি। নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার কোমান আছেন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, ‘এখন সে জাভির উচ্চতায় পৌঁছে গেছে। সূচি অনুসারে, আগামী রবিবার সে আরেকটি ম্যাচে খেলবে এবং জাভিকে ছাড়িয়ে যাবে।’
বার্সেলোনার জার্সিতে মেসির মোট গোল এখন ৬৬১টি। ক্লাবের ইতিহাসের তো বটেই, লা লিগারও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ক্যাম্প ন্যুতে এ পর্যন্ত রেকর্ড ৩৪টি শিরোপা জিতেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। প্রভাব ও অর্জন বিবেচনায় কোমান তাকে দিয়েছেন সেরার তকমা, ‘আমি মনে করি, সে ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে এখনও আমাদের সঙ্গে থাকায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’
Comments