হৃদয়ের ঝড়ো ফিফটির পর সুমনের ৪ উইকেট

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল জিতেছে ৩০ রানে।
Towhid Hridoy
৫৮ রানের ইনিংসের পথে হৃদয়। ছবি: বিসিবি

অধিনায়ক সাইফ হাসান খেললেন কার্যকর ইনিংস। ছয়ে নেমে ঝড় তুললেন শামীম পাটোয়ারি। তবে তাদের ছাপিয়ে গেলেন তৌহিদ হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যানের ঝড়ো ফিফটিতে ইমার্জিং দল পায় বড় পুঁজি। পরে সুমন খানের মিডিয়াম পেসে ধসে আয়ারল্যান্ড উলভস লড়াইও করতে পারেনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল জিতেছে ৩০ রানে। স্বাগতিকদের ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানের জবাবে ১৫৪ রানে শেষ হয় আইরিশরা। ফলে বাংলাদেশ সফরে এসে তাদের ফিরে যেতে হচ্ছে জয়হীন।

টস হেরে আগে ব্যাট করতে গিয়ে শুরুতেই আনিসুল ইসলাম ইমনকে হারায় ইমার্জিং দল। চারে নেমে মাহমুদুল হাসান জয়ও রান পাননি। ২৪ রানে ২ উইকেট হারানো দল এরপর ঘুরে দাঁড়ায় সাইফের ব্যাটে।

ইয়াসির আলি রাব্বি তড়িঘড়ি ২২ রান করে ফিরে যাওয়ার পর হৃদয়কে নিয়ে চলে সাইফের ছুটে চলা। তবে তাকে ছাপিয়ে দ্রুত রান বাড়ানোয় অগ্রণী হয়ে উঠে হৃদয়ের ব্যাট। দুজনের জুটিতে আসে ৫৪ রান। ৩৬ বলে ৪৮ করে সাইফের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর শামীম চালান তাণ্ডব। মাত্র ১১ বলে ৪ ছক্কায় ২৮ করার পর দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নেন তিনি।

বাকিটা সময় দলের রান বেড়েছে হৃদয়ের ব্যাটেই। ৩৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ করে একদম শেষ ওভারে গিয়ে আউট হন তিনি।

১৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে আইরিশরা। ইনিংসের তৃতীয় বলেই গ্যারেথ ডেনলিকে তুলে নেন সুমন। স্টেফানি ডোহানি, হ্যারি টেক্টর, লরকান টাকাররা থিতু হয়েছিলেন। তিনজনের কেউই দলকে টানতে পারেননি। ২৪ বলে ২৯ করা ডোহানি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে ক্যাচ দেন লং অফে। ১৯ বলে ২২ করা টেক্টরকে বোল্ড করে দেন তানভির ইসলাম। ২২ বলে ৩৮ করে চোখ রাঙানো টাকারকেও ছাঁটেন বিপ্লব।

নিল রক, শেন গেটকেট প্রতিরোধের চেষ্টা করেছিলেন। রককে থামান শামীম। গেটকেট এক পাশে অপরাজিত থেকে দেখেছেন বাকিদের যাওয়া-আসা। পরের স্পেলে ফিরে পেসার সুমন একে একে ৩ উইকেট নিয়ে মুড়িয়ে দেন ইনিংস। ১১ বল বাকি থাকতে অলআউট হয় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইমার্জিং দল: ২০ ওভারে ১৮৪/ ৭ (সাইফ ৪৮, আনিসুল ০, জয় ৮, ইয়াসির ২২, হৃদয় ৫৮, শামীম ২৮, অঙ্কন ৯, বিপ্লব ১*, সুমন ২*; ডেনলি ১/২৪, লিটল ০/৩৯, অ্যাডায়ার ১/২০, চেজ ২/৩৬, হোয়াইট ০/৩৭, ক্যাম্পার ১/১৪, গেটকেট ১/১৪)

আয়ারল্যান্ড উলভস: ১৮.১ ওভারে ১৫৪ (ডেনলি ০, ডোহানি ২৯, টেক্টর ২২, টাকার ৩৮, ক্যাম্পাইর ১, রক, ১৬, গেটকেট ২৬*, অ্যাডায়ার ১১, লিটল ১, হোয়াইট ৭, চেজ ১; সুমন ৪/২৮, মুকিদুল ০/১৯, তানভির ২/৩২, শামীম ১/২৮, বিপ্লব ২/৩৭, সাইফ ১/৯)।

ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৩০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সুমন খান।

Comments

The Daily Star  | English
BNP office in Nayapaltan

Column by Mahfuz Anam: Has BNP served its supporters well?

The BNP failed to reap anything effective from the huge public support that it was able to garner late last year.

8h ago