বাটলারের ব্যাটে বৃথা গেল কোহলির লড়াই
বোলারদের তোপে শুরুতে ভারতকে প্রায় কোণঠাসা করে ফেলেছিল ইংল্যান্ড। তবে শেষ পাঁচ ওভারের ঝড়ে দলকে ঠিকই লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তার একার লড়াই যথেষ্ট হয়নি। অসাধারণ ব্যাটিংয়ে সে লক্ষ্যকে মামুলী বানিয়ে দেন জস বাটলার। ফলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
আহমেদাবাদে মঙ্গলবার ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে স্বাগতিকরা। জবাবে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারী দলটি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান বাটলার। দলীয় ২৩ রানে ওপেনার জেসন রয়কে হারালেও পাওয়ার প্লের ছয় ওভারে ৫৭ রান তোলে ইংলিশরা। এ সময়ে মাত্র ১৭ বলেই ৪৩ রান আসে বাটলারের ব্যাট থেকে। ডেভিড মালানকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫৮ রানের জুটি। এরপর মালান স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নিলে বাকী কাজ জনি বেয়ারস্টোকে নিয়ে শেষ করেন বাটলার।
বেয়ারস্টোর সঙ্গে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাটলার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৮৩ রানের ইনিংস। ৫২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৪০ রান। ২৮ বলে ৫টি চারে এ রান করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৪ রানে দুই ওপেনারসহ তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে চতুর্থ উইকেটে রিশাভ পান্তের সঙ্গে ৪০ রানের জুটিতে সে চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি। তবে স্যাম কারানের দারুণ থ্রোতে পান্ত রানআউট হলে ফের চাপে পড়ে যায় স্বাগতিকরা। এরপর স্কোরবোর্ডে ২২ রান যোগ করতে ফিরে যান শ্রেয়াস আইয়ারও।
তবে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ফের দলের হাল ধরেন কোহলি। গড়েন ৭০ রানের দারুণ একটি জুটি। অবশ্য এ জুটিতে রানের গতিটা সচল রাখেন অধিনায়কই। শেষ বলে আউট হওয়ার আগে পান্ডিয়ার অবদান মাত্র ১৭ রান। তবে ততোক্ষণে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ভারত।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। ৪৬ বলের ইনিংসটি ৮টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন অধিনায়ক। শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও শেষদিকে দারুণ আগ্রাসী ব্যাট করেন তিনি। শেষ পাঁচ ওভারে ১৭ বল মোকাবেলা করে করেন ৪৯ রান। এ সময়ে প্রতি ওভারেই কমপক্ষে একটি করে চার ও ছক্কা মেরেছেন কোহলি ও পান্ডিয়া।
ইংলিশদের পক্ষে ৩২ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন মার্ক উড। এছাড়া ২টি শিকার ক্রিস জর্ডানের।
Comments