স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় আয়োজনের প্রথমদিনের অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মালদ্বীপের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মালদ্বীপের প্রেসিডেন্ট ও তার স্ত্রী ফার্স্ট লেডি ম্যাডাম ফাজনা আহমেদকে স্বাগত জানান বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ ও অর্থমন্ত্রী ফায়াজ ইসমাইলমহ ২৭ সদস্যের একটি প্রতিনিধিদলও ঢাকায় এসেছেন।
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে সাভারের স্মৃতিসৌধে গিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। সেখান থেকে তিনি ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন।
আজ বিকেলে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন।
Comments