বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: টুঙ্গিপাড়া-মুজিবনগর রুটে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস

brtc bus
স্টার ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিবনগর থেকে টুঙ্গিপাড়া রুটে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।

আজ বুধবার বিআরটিসি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টার দিকে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিস উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সেখানে আরও বলা হয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মস্থান, মুজিবনগর স্বাধীনতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। ঐতিহাসিভাবেই টুঙ্গিপাড়া ও মুজিব নগর, এ দুটি স্থান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু হওয়ায় সাধারণ মানুষ এ দুটি স্থান পরিদর্শনে উৎসাহিত হবে এবং এতে করে জনগণের মাঝে দেশপ্রেম বাড়বে।

Comments