দুটি শিরোপা জয়ের প্রশ্নে জিদানের জবাব, ‘কেন নয়?’

দুই মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়েও টিকে আছে তারা।
zidane atalanta
ছবি: রিয়াল মাদ্রিদ

দুই মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়েও টিকে আছে তারা। তাই জিনেদিন জিদানের দিকে সংবাদ সম্মেলনে প্রশ্ন গেল, ‘দুটি প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল?’ স্পেনের সফলতম ক্লাবের কোচের ত্বরিত জবাব, ‘কেন নয়?’

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র বাধা অতিক্রম করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে তারা হারিয়েছে ৪-১ গোলে। আগের দুই মৌসুমে ইউরোপের সেরা ক্লাব আসরের এই পর্যায় থেকে বিদায় নিয়েছিল তারা।

২৭ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার এক নম্বরে রয়েছে রিয়ালের শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনা ৫৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে তিনে আছে লস ব্লাঙ্কোসরা।

আতালান্তাকে বাড়ি পাঠানোর পর দ্বিতীয় দফায় রিয়ালের কোচের দায়িত্বে থাকা জিদান বলেছেন, ‘আমরা সেটা করারই (চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতা) চেষ্টা করব। কেন করব না? আমরা সেজন্যই এখানে আছি। এটা অনেক কঠিন একটা কাজ। কিন্তু আমরা আমাদের সবকিছু উজাড় করে দিব।’

জিদানের প্রথম দফায় টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। এই কীর্তি নেই আর কোনো ক্লাবের। কিন্তু গত দুবার আয়াক্স আমস্টারডাম ও ম্যানচেস্টার সিটির কাছে হেরে নকআউটের প্রথম ধাপে শেষ হয় তাদের অভিযান। এবার শেষ আটের টিকিট পাওয়ার আনন্দ তাই যেন একটু বেশি জিদানের, ‘আমরা দুটি প্রতিযোগিতাতে ভালোভাবে টিকে আছি। আজকের (মঙ্গলবার) রাতটা আমরা উপভোগ করব।’

শিষ্যদের পারফরম্যান্স নিয়ে জিদানের মূল্যায়ন, ‘আপনি যখন খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন এবং তারা খেলায় সেসবের প্রতিফলন ঘটায়, তখন এটা আপনাকে সত্যিই খুব খুশি করে তোলে। বিশেষত, এমন একটা দলের বিপক্ষে, যেখানে আপনাকে নিজের সেরাটা দিতে হয়।’

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত প্রথম দফায় রিয়ালকে কোচিং করান জিদান। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকার অধীনে দলটি তখন জিতেছিল নয়টি শিরোপা। এর মধ্যে ২০১৬-১৭ মৌসুমে তারা পূর্ণ করেছিল চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ‘ডাবল’।

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

5h ago