কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালাতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- বালাতাড়ি গ্রামের মমিনুল ইসলামের ছেলে আল-আমিন (১১) ও আজিদুল ইসলামের ছেলে আলিমুল হক (৬)। তারা মামাতো-ফুফাত ভাই। আল-আমিন বালাতাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও আলিমুল হক প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় জানানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ দেওয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত দুই শিশুর নানা ও দাদা ছকির উদ্দিন (৬০) জানান, গ্রামের একজনের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে জমিতে সেচ দেওয়া হতো। বুধবার দুই শিশু ওই পথ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত মাটিতে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Comments