২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৬৫, তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ

প্রতীকী ছবি। (সংগৃহীত)

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের। যা গত তিন মাসের মধ্যে একদিনের শনাক্তে সর্বোচ্চ। গত বছরের ১৫ ডিসেম্বর ১ হাজার ৮৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

তবে গত দুই দিনের তুলনায় কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৫৯৭ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১৮৬৫ জনকে শনাক্ত করা হয়েছে, গত সোমবার এক হাজার ৭৭৩ জন শনাক্ত হয়েছিল।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে দাঁড়াল। 

গতকাল ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১৭১৯ জনকে শনাক্ত করা হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে আট জন পুরুষ ও তিন জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব আট জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

14h ago