যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের মূল্য দিতে হবে পুতিনকে: বাইডেন

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চেষ্টা করেছিলেন সেজন্য তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চেষ্টা করেছিলেন সেজন্য তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন জো বাইডেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথা উঠে আসে। পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই প্রতিবেদন সম্পর্কে বাইডেন বলেন, ‘তাকে (পুতিন) এর মূল্য দিতে হবে।’

এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে এবিসি নিউজকে তিনি বলেন, ‘আপনারা শিগগিরই এটা দেখতে পাবেন।’

২০১৬ সাল থেকেই মার্কিন নির্বাচনে রুশ প্রেসিডেন্ট পুতিনের হস্তক্ষেপ আছে বলে অভিযোগ করা হয়। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছে।

এদিকে, পুতিনকে হুঁশিয়ারি দিলেও রাশিয়ার সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে চান বাইডেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ‘একসঙ্গে কাজ করলে আমাদের উভয়ের স্বার্থই রক্ষা হবে’। যেমন, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি (স্টার্ট) পুনঃনবায়ন করা।

পুতিনের বিষয়ে বাইডেন বলেন, ‘আমি অন্যদের তুলনায় তাকে বেশি ভালো জানি। বিদেশি নেতাদের সঙ্গে কাজ করতে গেলে আমার অভিজ্ঞতায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সম্পর্কে ভালোভাবে জানা।’

পুতিনকে একজন খুনি মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে এবিসি নিউজকে বাইডেন বলেন, ‘আমি মনে করি।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago