আন্তর্জাতিক

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে সশস্ত্র যুবক গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে থেকে সশস্ত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার সরকারি বাসভবন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে থেকে সশস্ত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১২টা ১২ মিনিটের দিকে টেক্সাস থেকে আসা একটি ইন্টেলিজেন্স বুলেটিনের সূত্র ধরে ইউএস সিক্রেট সার্ভিস সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে।

ডিসি পুলিশ জানায়, স্যান এন্টনিওর বাসিন্দা ৩১ বছর বয়সী পল মারেকে গ্রেপ্তার করে তার গাড়ি থেকে একটি এআর ১৫ সেমি-অটোমেটিক রাইফেল, ১১৩ রাউন্ড অনিবন্ধনকৃত গুলি ও পাঁচটি ৩০ রাউন্ডের ম্যাগাজিন উদ্ধার করেছে তারা।

পুলিশ আরও জানায়, মারেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিপদজ্জনক অস্ত্র বহন, অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে রাইফেল কিংবা শটগান বহন করা, অনিবন্ধনকৃত গুলি ও বেশি ধারণক্ষমতার ম্যাগাজিন রাখা ইত্যাদি।

ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ইউনিফর্ম পরিহিত ডিভিশন অফিসাররা সন্দেহভাজন ঐ ব্যক্তিকে আটক করেন।

সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা জানান, এজেন্সি যাদের নিরাপত্তা দেয় তাদের কেউ সে সময় বাড়িতে ছিলেন না।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago