অনুমতি পেলেও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সভা-সমাবেশ করতে হবে: আইজিপি

সভা-সমাবেশ করার অনুমতি পেলেও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সেটি আয়োজন করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে কথা বলছেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ।

সভা-সমাবেশ করার অনুমতি পেলেও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সেটি আয়োজন করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ শ্লোগানে দেশব্যাপী উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করবে।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় এ সময় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা করা হবে। সে সময় দরকার হলে পুলিশ জনগণের মাঝে মাস্কও বিতরণ করবে।’ কোনো স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশের সঙ্গে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে সাদর আমন্ত্রণ জানান আইজিপি।

আইজিপি বলেন, ‘বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর পার হয়েছে। প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি-সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে আটটি দেশ সাফল্য দেখিয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ক‌রোনা‌ মোকাবিবেলায় সাফ‌ল্যের ক্ষে‌ত্রে দ‌ক্ষিণ এশিয়ায় বাংলা‌দেশ প্রথম। আবার করোনার টিকা পাওয়া ২২টি দেশের তালিকায়ও র‌য়ে‌ছে বাংলাদেশ।’

‘এ পর্যন্ত দেশের ৪৫ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। করোনারি টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আমাদের দেশের লোকসংখ্যা ১৮ কোটি। দেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থায় শিথিলতা পরিলক্ষিত হচ্ছে।’

আইজিপি আরও বলেন, ‘আমরা আকস্মিকভাবে বর্তমানে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আমাদেরকে করোনা সংক্রমণ মোকাবিলা করতে হবে। আবার দেশের অর্থনীতিও সচল রাখতে হবে। আমরা চাই না, অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ হোক অথবা কারো মৃত্যু হোক।’ এজন্য করোনা মোকাবিলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে ভুলে না যাওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান আইজিপি। এ ছাড়া, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতেও অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমাদের সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এ সময় কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন না করাই ভালো। কোনো ধরনের সভা-সমাবেশ করতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়া গেলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে তার আ‌য়োজন করতে হবে।’

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago