পুতিনকে নিয়ে বাইডেনের হুঁশিয়ারি, রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মূল্য দিতে হবে’ প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারির পর ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে মস্কো।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানায়, বুধবার এবিসি নিউজকে দেওয়া বাইডেনের ওই সাক্ষাৎকার প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মস্কো নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
এর আগে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথা উঠে আসে। পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়।
তবে, রাশিয়া বরাবরের মতো এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে ডেকে পাঠানো হয়েছে।
দুই দেশের সম্পর্কের যেন ‘অপূরণীয় ক্ষতি’ না হয় তা নিশ্চিত করতেই তাকে ডাকা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আমাদের কাছে প্রধান বিষয় হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন যেভাবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কানাগলিতে নিয়ে গেছে সেটিকে সংশোধন করা যায় কিনা তার পথ নির্ধারণ করা। মার্কিনরা যদি বিদ্যমান ঝুঁকি শনাক্ত করতে পারে, তাহলে আমরা এর অপরিবর্তনীয় অবনতি রোধে আগ্রহী।’
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের মূল্য দিতে হবে পুতিনকে: বাইডেন
ট্রাম্পের অভিশংসনের বিচার হতেই হবে: বাইডেন
টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-হ্যারিস
আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেলেন বাইডেন
Comments