স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না। যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে লকডাউনের কোনো প্রয়োজন হবে না।
জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না। যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে লকডাউনের কোনো প্রয়োজন হবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে করোনাকালে দশ নার্সকে তাদের অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপাতত লকডাউন করা হচ্ছে না, সরকারের সব সংস্থা মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘আমরা প্রস্তাব দিয়েছি। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত জানানো হবে,’ যোগ করেন তিনি।

সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) সরকারকে পুরোপুরি লকডাউনসহ ১২ দফা সুপারিশ দিয়েছে।

এ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা যেমন চাই দেশের অর্থনীতি স্থিতিশীল থাকুক, তেমনি আমরা এটাও চাই যে, সংক্রমণ না বাড়ুক। আমরা (স্বাস্থ্য মন্ত্রণালয়) লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’

তিনি বলেন, ‘সরকারি সব সংস্থা এ বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘জনগণ স্বাস্থ্য নির্দেশনা মেনে চলছে না। গত ১৫ দিনে অন্তত ২০ লাখ মানুষ কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি ঘুরতে গেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক না পরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছে।’

মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় না। আরেকটু ধৈর্য ধরুন।’

আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনরস অফ বাংলাদেশ সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago