বাংলাদেশ-নিউজিল্যান্ডের সাদা বলের সিরিজের সূচি

করোনাভাইরাসের কারণে মাঝে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল বাংলাদেশ। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে সেই অপেক্ষার অবসান ঘটায় টাইগাররা।
এবার বিদেশের মাটিতে খেলার অপেক্ষা শেষ হলো বলে! মহামারীকালে নিজেদের প্রথম সফরে নিউজিল্যান্ড উড়ে গেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তাসমান সাগর পাড়ের দেশটিতে সাদা বলের সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।
কিউইদের তাদের মাটিতে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে পরিসংখ্যানটা স্বাগতিকদের পক্ষে ২৬-০! এখন পর্যন্ত ১৩ ওয়ানডে ও চার টি-টোয়েন্টির প্রতিটিতে বাংলাদেশের সঙ্গী হয়েছে হার।
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
সূচি:
তারিখ ও বার | ম্যাচ | বাংলাদেশ সময় |
ভেন্যু |
২০ মার্চ, শনিবার | প্রথম ওয়ানডে | ভোর ৪টা | ডানেডিন |
২৩ মার্চ, মঙ্গলবার | দ্বিতীয় ওয়ানডে | সকাল ৭টা (দিবা-রাত্রি) | ক্রাইস্টচার্চ |
২৬ মার্চ, শুক্রবার | তৃতীয় ওয়ানডে | ভোর ৪টা | ওয়েলিংটন |
২৮ মার্চ, রবিবার | প্রথম টি-টোয়েন্টি | সকাল ৭টা | হ্যামিল্টন |
৩০ মার্চ, মঙ্গলবার | দ্বিতীয় টি-টোয়েন্টি | দুপুর ১২টা (রাত্রি) | নেপিয়ার |
১ এপ্রিল, বৃহস্পতিবার | তৃতীয় টি-টোয়েন্টি | দুপুর ১২টা (রাত্রি) | অকল্যান্ড |
Comments