দশ শিল্পীর কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের দশ বরেণ্য শিল্পী সম্মিলিত গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি’ গানটি।
গানটিতে কণ্ঠ দেশ দেওয়া দশ শিল্পীরা হলেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফিক তুহিন, এলিটা করিম, কিশোর দাস, জয় শাহরিয়ার, সোমনুর মনির কোনাল ও রেহান রাসুল।
আজব কারখানার ব্যানারে গানটির ভিডিও পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। এর পরিকল্পনা, সমন্বয় ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপলক্ষে আগামী ২৪ মার্চ আজব রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এর মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
দেশের বীর মুক্তিযোদ্ধার প্রতি গানটি উৎসর্গ করা হয়েছে।
Comments