কোয়ার্টারেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট বায়ার্ন-পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরে বায়ার্ন মিউনিখের কাছে হেরে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। এবার সেই দলটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে তারা। তবে সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে এ আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা লিভারপুলের মুখোমুখি হবে দলটি।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান আসরে দারুণ ছন্দে ছুটে চলা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। এ আসরে ৭০৬ মিনিট কোনো গোল হজম করেনি সিটিজেনরা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গোল মেশিন আর্লিং হালান্ডের সামনে পড়েছে দলটি। এখন পর্যন্ত ১০ গোল করে এ আসরের সর্বোচ্চ গোলদাতা এ তরুণ। অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর দল জুভেন্টাসকে হারিয়ে চমক দেখানো পোর্তোর মুখোমুখি হবে টমাস টুখেলের অধীনে বদলে যাওয়া চেলসি।
শুক্রবার বিকেলে সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের এ ড্র অনুষ্ঠিত হয়। সেমি-ফাইনাল থেকে ফাইনালে ওঠার ড্রও অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনাল ৩ এর জয়ী দল ও কোয়ার্টার ফাইনাল ১ এর জয়ী দল লড়াই করবে প্রথম সেমি ফাইনালে। আর দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল ৪ এর জয়ী দল এবং কোয়ার্টার ফাইনাল ২ এর জয়ী দল। এরপর সেমি-ফাইনাল জয়ী দুই দল মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে।
তবে ঠিক থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে তা এখনও ঘোষণা করেনি উয়েফা। আন্তর্জাতিক পাওয়া খবর অনুযায়ী, ৬ এবং ৭ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগের ম্যাচ হতে পারে ১৩ এবং ১৪ এপ্রিল। ২৯ মে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনাল
কোয়ার্টার ফাইনাল ১: ম্যানচেস্টার সিটি - বরুশিয়া ডর্টমুন্ড
কোয়ার্টার ফাইনাল ২: এফসি পোর্তো - চেলসি এফসি
কোয়ার্টার ফাইনাল ৩: বায়ার্ন মিউনিখ - প্যারিস সেইন্ট জার্মেই
কোয়ার্টার ফাইনাল ৪: রিয়াল মাদ্রিদ - লিভারপুল
সেমি ফাইনাল
সেমি ফাইনাল: কোয়ার্টার ফাইনাল ৩ এর জয়ী দল - কোয়ার্টার ফাইনাল ১ এর জয়ী দল
কোয়ার্টার ফাইনাল ৪ এর জয়ী দল - কোয়ার্টার ফাইনাল ২ এর জয়ী দল
ফাইনাল
ফাইনাল: সেমি ফাইনাল ১ এর জয়ী দল - সেমি ফাইনাল ২ এর জয়ী দল
Comments