অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত
অবশেষে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। কয়েক দফা পেছনো এ সিরিজ খেলতে আগামী এপ্রিলে দ্বীপ দেশটিতে যাবে টাইগাররা। শুক্রবার এ সফরের সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে এর আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে বাংলাদেশ।
মূলত গত বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিল এ সিরিজটি। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শেষ পর্যন্ত স্থগিত করা হয় সে সিরিজ। এরপর করোনাভাইরাসের প্রভাব কিছুটা কমলে ফের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজনের চেষ্টা চালানো হয়। কিন্তু কোয়ারেন্টিন সংক্রান্ত নানা জটিলতায় তখনও শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি বাংলাদেশের। তবে অবশেষে শ্রীলঙ্কা সফরে যাওয়াটা চূড়ান্ত হয়েছে।।
উল্লেখ্য, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। এরপর ২১ এপ্রিল প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল থেকে।
Comments