শ্রীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
গাজীপুরের শ্রীপুরে কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আজ সকালে শ্রীপুর থানায় মামলা হয়। মামলায় অভিযুক্ত চার জনের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্তরা হলেন- সুজন (২৪), দুলু মিয়া (৪৫), বাবুল (৪৮) ও মুন্না মিয়া (২২)। এদের মধ্যে সুজন ও বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী গতকাল শ্রীপুরে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। সেখানে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা ওই বাসা থেকে প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
Comments