করোনায় মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রহুল আলম চৌধুরী। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, জ্বর নিয়ে গত ১০ মার্চ সিএমএইচে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। পরে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ১৩ মার্চ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তার মেসিভ হার্ট অ্যাটাক হয়। আজ সকাল ১০টার দিকে আবারও তার হার্ট অ্যাটাক হয়। সবশেষ আজ ১১টা ১৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
করোনার নিয়ম মেনে আজ বাদ আছরের বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন রহুল আলম চৌধুরী।
Comments