করোনার তিক্ত অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি না ঘটে: আইভী
করোনা মহামারির শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার দুপুরে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এ সিটি করপোরেশনের উদ্যোগে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, ‘এখান রাস্তায় মানুষকে দেখলে মনে হয় যেন কোনো কিছুই নাই। একটা উৎসব উৎসব পরিবেশ। কিন্তু এ পরিস্থিতির মধ্যে জটিলতা দেখা দিতে পারে। একদম সর্তক থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এখানকার গিটারিস্ট হিরো করোনায় আক্রান্ত হয়ে মারা যান। লাশটা পাঁচ-ছয় ঘণ্টা পড়ে ছিল। কেউ দাফন করতে আসেনি। বাবা, মা, বউ-বাচ্চা সবাই জানলা দিয়ে দেখেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি। তখন একটা আতঙ্ক ছিল, মানুষ ভয়ে ছিল। আমরা সিটি করপোরেশন যখন জানতে পারি তখন লাশটা দাফনের ব্যবস্থা করি। এমনকি লাশ গোসলের জন্য পানি চেয়েছি সেটাও দেওয়া হয়নি। আমি এমনও ফোন পেয়েছি যে সন্তান, আত্মীয় স্বজন কেউ আসছে না; সিটি করপোরেশনের টিম পাঠান। পরে লোকজন পাঠাতে হয়েছে। আমরা চাই না এ পরিস্থিতি আবার হোক। ...স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। যারা বের হবেন মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। ঘন ঘন হাত ধুয়ে নিবেন।’
আইভী বলেন, ‘নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এ আমরা খুব শিগগির কিডনি ডায়ালাইসিস চালু করতে যাচ্ছি। দ্বিতীয় তলায় পুরোটা কিডনি ডায়ালাইসিস সেন্টার হবে।’
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা শেখ মোস্তফা আলীর সঞ্চালনায় স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. নিজাম আলী, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এর মেডিকেল অফিসার গোলাম মোস্তফা প্রমুখ।
Comments