জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপান টাইমস জানায়, আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হোনশু দ্বীপের পূর্ব উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ৬০ কিলোমিটার।
সুনামি সতর্কতা জারি হওয়ার পর ওয়াতারি শহর থেকে ৬ হাজার ৯১১ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়ায় নির্দেশ দেওয়া হয়। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইওয়াতে প্রদেশে অফুনাতো শহরের ৬৯টি জায়গায় কেন্দ্র চালু করা হয়েছে।
এ ছাড়াও, ভূমিকম্পের পর দেশটির মিয়াগি প্রদেশে এক মিটার উচ্চতার সুনামি হতে পারে জানিয়ে সবাইকে উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পের পর মিয়াগি প্রদেশের কুড়িহারা এলাকায় দুই শতাধিক বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাপানের রাজধানী টোকিওতেও মৃদু ভূকম্পন হয়।
Comments