যশোরে ৪ কেজি স্বর্ণের বারসহ আটক ২
যশোরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজারে চার কেজি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সন্ধ্যায় বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আক্তার হোসেন মণ্ডল (৩০) ও মো. হোসেন মিজি (৩৭)।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় যশোর-মাগুরা সড়কে শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলের মধ্যে লুকানো ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য তিন কোটি ১৮ লাখ টাকা বলে জানান তিনি।
তিনি আরও জানান, বিজিবি সোনার মূল মালিককে আটকের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
Comments