চিরকুটের সূত্র ধরে চট্টগ্রামে যৌন পেশায় বাধ্য করা ৪ কিশোরী উদ্ধার
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় দুইটি বাড়িতে অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ যাদের দীর্ঘদিন ধরে যৌন পেশায় বাধ্য করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আকবরশাহ থানার ওসি জহির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে পরে চার কিশোরীদের যৌন পেশায় বাধ্য করা হয়েছিল। তাদের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। শেষমেশ জানালা দিয়ে পাঠানো চিরকুটের সূত্র ধরে তাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এক বাড়ির মালিক মো. নুর নবীকে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চলিয়ে তাদের উদ্ধার করা হয়।
ওসি জহির হোসেন বলেন, ‘ওই কিশোরীদের ছয় মাস থেকে এক বছর ধরে আটকে রাখা হয়েছিল। তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।’
‘বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার ডি ব্লকে কোহিনুর প্লাজার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে শুক্রবার দুপুরে এক কিশোরী জানালা দিয়ে সাহায্যের আবেদন জানিয়ে চিরকুট ফেলে। রাস্তায় চিরকুটটি পেয়ে একজন আকবরশাহ থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে,’ বলেন ওসি জহির।
তিনি আরও বলেন, ‘দুই কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রাতে নতুন মনসুরাবাদ নবাব হোটেলের পাশে নুর নবীর মালিকানাধীন বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে আরও দুই কিশোরীকে উদ্ধার করে এবং নুর নবীকে গ্রেপ্তার করে।’
‘প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ফ্লাটের মালিক নুর নবী আমেনা বেগম ও আব্দুল আলী সুমন নামের এক দম্পতিকে ফ্লাটটি ভাড়া দিয়েছিল। নুর নবী সব জেনে শুনেই তাদের সঙ্গে হাত মেলান। পলাতক আমেনা বেগম তার স্বামীর সহায়তায় বিভিন্ন দালালের মাধ্যমে চাকুরীর প্রলোভন দেখিয়ে কিশোরীদের এখানে নিয়ে আসত,’ বলেন ওসি।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
Comments