ফরিদপুরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

Faridpur book fair.jpg
ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে বইমেলা। ছবি: স্টার

‘আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যে ফরিদপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বইমেলা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল মাঠ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ।

জেলা প্রশাসন ও জ্ঞানের আলো ট্রাস্ট আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। মেলায় মোট ২৭টি স্টল আছে। এতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলি, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

25m ago