ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩৮৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৯৭

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আজ রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
নতুন করে ৪৩ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হওয়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০ জনে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ১৯৭ জন মারা গেছেন। ফলে, দেশটির করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাভ ৫৯ হাজার ৭৫৫ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ৩০ হাজার ২৮৮ জন। যা দেশটির সুস্থতার হার ৯৬.১২ শতাংশ।
চলতি বছরের মার্চ থেকে ভারতে করোনার সংক্রমণ আবারও দ্রুত হারে বাড়তে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা বিবেচনায় দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Comments