দাউদকান্দিতে বাসে অগ্নিকাণ্ড, আরও একজনের মৃত্যু
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে।
আজ রবিবার ভোর পাঁচটায় দগ্ধ শামসুন্নাহার (৬৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শামসুন্নাহার (৬৫) দাউদকান্দি তিন পাড়া গ্রামের বাসিন্দা। বাসে আগুনের সময় শামসুন্নাহারের স্বামী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
উল্লেখ্য, গত ১১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুরে চলন্ত বাসে আগুন লাগে। এতে ২২ জন দগ্ধ হন। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ইতোমধ্যে চিকিৎসা শেষে ১৬ জন হাসপাতাল ছেড়েছেন। ঘটনার দিন ঘটনাস্থলে দুজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় গোলামুর রহমান (৭৫) নামে আরও একজনের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোরে শামসুন্নাহারের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০ শতাংশ দগ্ধ ছিল।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গৌরীপুরে বাসে অগ্নিকাণ্ডের মামলায় বাসের মালিক আদালত থেকে জামিন নিয়েছেন এবং আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাসে আগুন, নিহত ২
Comments