‘ধর্মীয় উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী’ মন্তব্য করায় চুয়েট ছাত্র গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘অশালীন’ মন্তব্য করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোররাত ৪টার দিকে নগরীর উত্তর নালাপাড়ার একটি বাসা থেকে রাউজান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, আজ ভোররাতে ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য উত্তর নালাপাড়ার ১৩৫ নম্বর বাড়ির ৭ তলা থেকে চুয়েটের পুরকৌশল বিভাগের শেষবর্ষের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
রাউজান থানা সূত্র আরও জানায়, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে ‘অশালীন’ মন্তব্য করেন ওই শিক্ষার্থী। চুয়েট আড্ডাবাজ নামে একটি গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় গত রাতে চুয়েটের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।’
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রেপ্তারের পরে ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
Comments