আরও ২ মামলায় খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। সংগৃহীত ফাইল ছবি

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

সহকারী সরকারি কৌঁসুলি সালাহউদ্দিন হাওলাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত দুই মামলার অভিযোগ গঠন করেছে। এসব মামলার সাক্ষ্য গ্রহণে আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে সিআইডি। একইদিনে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে আরেকটি মামলা হয়।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরআগে, গত বছরের ২৬ ফেব্রুয়ারি একই আদালত অপর একটি মাদক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago