প্রধানমন্ত্রীর পছন্দ ‘মিতালী এক্সপ্রেস’, ভারতের সম্মতিতে হবে চূড়ান্ত
আগামী ২৭ মার্চ ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটির নাম দিয়েছেন ‘মিতালী এক্সপ্রেস’।
রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারত ‘মিতালী এক্সপ্রেস’ নামটির ব্যাপারে সম্মতি জানালে এই নাম চূড়ান্ত করা হবে।
আগামী ২৭ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ট্রেনটি বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।
ট্রেনটি দুই দেশ থেকে সপ্তাহে দুদিন চলাচল করবে। বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে প্রতি রোববার ও বুধবার ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
Comments