কলকাতায় ভোটার হলেন মিঠুন, জোরালো বিজেপির প্রার্থী হওয়ার গুঞ্জন

বিজেপির সমাবেশে মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটার হয়েছেন পশ্চিমবঙ্গ ও বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত ৭ মার্চ কলকাতায় ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কলকাতা জেলার বিধানসভা কেন্দ্র কাশীপুর-বেলগাছিয়ার একটি বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন। ভোটার তালিকায় তার নাম মিঠুন বসন্ত চক্রবর্তী। বাড়িটির বর্তমান মালিক অভিনেতার বোন শর্মিষ্ঠা সরকার।

শর্মিষ্ঠা সরকার বলেন, ‘তিনি (মিঠুর চক্রবর্তী) আমার দাদা হন। উনি যখনই ব্যক্তিগত কাজে কলকাতা আসেন আমার বাড়িতেই থাকেন।’

এদিকে, কলকাতায় ভোটার হওয়ার পরই আসন্ন বিধানসভা নির্বাচনে তার লড়াই নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। শেষ পর্যন্ত বিজেপি তাকেই মমতার বিপরীতে মুখ্যমন্ত্রী প্রার্থী করতে পারে বলে যে গুঞ্জন চলছিল তা আরও জোরালো হলো।

আরও পড়ুন:

মিঠুনের নকশাল থেকে তৃণমূল হয়ে বিজেপি যাত্রা

‘বাংলার মেয়ে মমতা’র জবাবে মোদির কণ্ঠে ‘বাংলার ছেলে মিঠুন’

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago