সিরিয়ায় হাসপাতালে সরকারি বাহিনীর হামলা, নিহত ৭
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে সরকারি সামরিক বাহিনীর হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় অন্তত ১৪ জন মেডিকেল কর্মী আহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার সরকারবিরোধী বিদ্রোহীদের দখলে থাকা আতারেব শহরের একটি হাসপাতালে সিরিয়ার সামরিক বাহিনী হামলা চালায়।
হাসপাতালকর্মী ও উদ্ধারকারীরা জানান, হাসপাতালে বেশ কয়েক রাউন্ড মর্টার বিস্ফোরিত হয়েছে। নিহত সাত জনের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।
এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, উত্তর-পশ্চিম সিরিয়ার একটি হাসপাতালে দামেস্ক সমর্থিত বাহিনীর একটি আর্টিলারি হামলায় পাঁচ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
দুই প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে ও উদ্ধারকারীরা আহত রক্তাক্ত রোগীদের বাইরে নিয়ে যাচ্ছেন। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
Comments