ঢাকা-যশোর-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু ২৮ মার্চ

ফাইল ছবি/ শাদমান আল সামি

আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে।

এ ছাড়াও, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে দশটি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago