মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

যশোরে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাত দশটার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন (১৪) ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও স্থানীয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোবাইলে গেম খেলা নিয়ে সমবয়সী দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে একজন আরেকজন ছুরি দিয়ে আঘাত করে। পরে আহত রাকিবকে উদ্ধার করে হাসাপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে রাকিব ও তার কয়েকজন বন্ধু এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে মোবাইল ফোনে গেম খেলছিল। এক পর্যায়ে রাকিব ও তার এক বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। ওই কিশোর রাকিবের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
Comments