কক্সবাজারে বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুন
কক্সবাজার জেলার উখিয়ায় বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা।
এ প্রতিবেদন তৈরির সময়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরই মধ্যে সেখানে বহু ঘর পুড়ে গেছে।
আজ বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে শিবিরের রোহিঙ্গা কমিউনিটি নেতা ডা. ফয়সাল আনোয়ার ও মোহাম্মদ নুর দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তাদের ধারণা ক্যাম্পের অন্তত এক হাজার ঘর পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উখিয়া, রামু ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।
অন্যান্য শিবিরের রোহিঙ্গা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। খবর পেয়ে উখিয়া, রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ড সূত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।
Comments