সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চার বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সৌদির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আজ সোমবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও অন্যান্য তথ্য জানাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আহত শ্রমিকরা রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুই বা তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, এই ঘটনাটি ঘটেছে হারা এলাকায়। সেখানে ‘ফ্রি ভিসায়’ যাওয়া অনেক বাংলাদেশি অভিবাসী থাকেন।
সংঘর্ষের ঘটনার একটি ভিডিওর বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, ‘সংঘর্ষের সময় দুই পক্ষে প্রায় একশ জন করে ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র হাতে দেখা গেছে।’
তিনি বলেন, ‘স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং সংঘর্ষের কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি।’
‘সৌদি পুলিশ তদন্ত করলেই এর কারণ জানা যাবে’, যোগ করেন তিনি।
Comments