ফের টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন
ডানেডিনের পর ক্রাইস্টচার্চেও টস হেরেছেন তামিম ইকবাল। ভাগ্য পরীক্ষায় জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম বাংলাদেশকে আবারও পাঠিয়েছেন ব্যাটিংয়ে। সফরকারীদের একাদশে এসেছে একটি পরিবর্তন।
মঙ্গলবার হ্যাগলি ওভালে তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। স্বাগতিকরা একাদশ অপরিবর্তিত রেখেছে, ভাঙেনি উইনিং কম্বিনেশন। বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত করেছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। চোটের কারণে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।
ক্রাইস্টচার্চে এর আগে দুটি ওয়ানডেতে কিউইদের মোকাবিলা করেছে বাংলাদেশ। বলা বাহুল্য, এখনও অজেয় নিউজিল্যান্ডে দুবারই তাদের হার মানতে হয়েছে। ২০১৬ সালে ৭৭ রানে এবং ২০১৯ সালে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল ব্ল্যাকক্যাপসরা।
চলমান সিরিজে বাংলাদেশ পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। প্রথম ওয়ানডেতে রীতিমতো ধরাশায়ী হয় তামিমের দল। ১৩১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৮ উইকেটে। ওই ম্যাচের পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে হয় তীব্র সমালোচনা। তামিম সেসময় বলেছিলেন, ১৩০ করার দল তাদের নয়। এদিনও টসের সময় ব্যাটিং নিয়ে গর্বের কথা জানান তিনি।
দিবা-রাত্রির এই ম্যাচের সূচিতে ক্রাইস্টচার্চের আকাশ আলো ঝলমলে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। সেখানে ভালো শুরুর প্রত্যাশাও ব্যক্ত করেন তামিম।
উল্লেখ্য, দুই বছর আগে সফর অসমাপ্ত রেখে এই ক্রাইস্টচার্চ থেকেই দেশে ফিরেছিল বাংলাদেশ। সেখানকার দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন ৫০ জন। আহত হন আরও অনেকে। বাংলাদেশ দলের কয়েকজন সদস্য হামলার শিকার হওয়া একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। ভাগ্যক্রমে বেঁচে যান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
Comments