শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: প্রধান আসামি স্বাধীনের ৫ দিনের রিমান্ড

ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি দিরাই উপজেলার সরমংগল ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম স্বাধীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া, ২৯ আসামিকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন।

সুনামগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক সেলিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। এদিন পুলিশের পক্ষ থেকে শহীদুল ইসলাম স্বাধীনের ১০ দিন এবং বাকিদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জের ধরে গত মঙ্গলবার রাতে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে আটক করা হয়। পরদিন স্থানীয় হেফাজতে ইসলামের সমর্থকরা নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালায়। বৃহস্পতিবার হামলার ঘটনায় শাল্লা থানায় দুটি মামলা দায়ের হয়। পুলিশ ছাড়াও ওই গ্রামের এক ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

দুই মামলায় দিরাই উপজেলার সরমংগল ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া, মোট দেড় হাজার জনকে আসামি করা হয়েছে মামলা দুটিতে। গত ২০ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এখন পর্যন্ত এই মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল গ্রেপ্তার

শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১

শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: গ্রেপ্তার ২২

হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের দাবি

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজত সমর্থকদের হামলা

শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় মামলা

‘আওয়ামী লীগে কি সাম্প্রদায়িক লোকজন ঢুকে গেছে?’, প্রশ্ন ঢাবি ছাত্রলীগ সভাপতির

Comments

The Daily Star  | English

Israel launches major attack on Iran: what we know so far

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

3h ago