‘মোদির কুশপুত্তলিকা দাহের আগেই ছিনিয়ে নেয় ছাত্রলীগ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বিরোধী কর্মসূচী হিসেবে মোদির কুশপুত্তলিকা বানিয়ে তা দাহের আগেই ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে তা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা নিয়ে যাচ্ছেন ‘ছাত্রলীগ’ নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বিরোধী কর্মসূচী হিসেবে মোদির কুশপুত্তলিকা বানিয়ে তা দাহের আগেই ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে তা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে৷

জানা যায়, সকাল সাড়ে ১১টার সময় টিএসসি’র সঞ্জীব চত্বরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা কর্মসূচী পালনের জন্য নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা বানিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত সেখান থেকে চলে যায়।

এতে কর্মসূচী শুরু হতে বিলম্ব হয়৷ পরে দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা৷

মিছিলটি শুরুর আগে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রইছ উদ্দিন তাদের ক্যাম্পাসের মধ্যে থেকেই কর্মসূচী শেষ করার অনুরোধ জানান৷ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় প্রদক্ষিণ করেন৷ মিছিল শেষে টিএসসিতে একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘সাম্প্রদায়িক ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহের আগেই সেটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা এর নিন্দা জানাই৷’

ছাত্র ফেডারেশনের দাবি কুশপুত্তলিকা যারা ছিনিয়ে নিয়েছেন তারা ছাত্রলীগের মহানগরের নেতাকর্মী৷

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নরেন্দ্র মোদি কোনো ব্যক্তি নন৷ তিনি ভারতের প্রধানমন্ত্রী৷ বামপন্থী ছাত্র সংগঠনগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের কর্মসূচী পালন করলে ছাত্রলীগ তাদের বাধা দিবে, এটাই স্বাভাবিক৷’

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

15m ago