ভোরে স্বাভাবিক হতে পারে ধানমন্ডি-মোহাম্মদপুরের গ্যাস সরবরাহ

রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও হাজারিবাগসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ আগামীকাল ভোর নাগাদ স্বাভাবিক হতে পারে।
প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও হাজারিবাগসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ আগামীকাল ভোর নাগাদ স্বাভাবিক হতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) শফিকুল ইসলাম খান আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, তিতাসের লাইন মেরামতের কাজ শেষ হতে আরও ১২ থেকে ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।

সাভারের আমিন বাজারের সালেহপুর সেতু মেরামতের সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়। তিতাসের লাইন মেরামতের কাজ শুরু হওয়ায় গতকাল রাত ৯টা থেকে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও হাজারিবাগসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ হয়।

সকালে শফিকুল ইসলাম খান বলেছিলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ওইসব এলাকার গ্যাস সরবরাহ ঠিক হবে।

'আর এর মধ্যে বিকল্প হিসেবে অন্যান্য জায়গা থেকে গ্যাস এনে রাজধানীর গ্যাস সরবরাহ যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে’, বলেছিলেন তিনি।

আরও পড়ুন-

ধানমন্ডি-মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago