গুলি ছোঁড়ার ভিডিও আপলোড, ডিজিটাল নিরাপত্তা আইনে তরুণ গ্রেপ্তার

গুলি ছোড়ার ভিডিও ফেসবুকে নিজের আইডির ডে স্টোরিতে আপলোড করায় এক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের করা মামলায় তানভীর হায়দার রাহুল (১৮) কে গ্রেপ্তার দেখানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন
স্টার অনলাইন গ্রাফিক্স

গুলি ছোড়ার ভিডিও ফেসবুকে নিজের আইডির ডে স্টোরিতে আপলোড করায় এক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের করা মামলায় তানভীর হায়দার রাহুল (১৮) কে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ভিডিও আপলোড করে ওই তরুণ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

এর আগে, আজ ভোর সাড়ে ৩টায় উপজেলার দাপা বেপারী পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত তানভীর দাপা কবরস্থান এলাকার বাসিন্দা।

২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে আপলোড করা ১০ সেকেন্ডের ভিডিওতে দুই বার গুলি ছুঁড়তে দেখা যায় কাউকে। ভিডিওর ওপর লেখা ছিল ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। যিনি গুলি ছুঁড়ছিলেন তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছিলেন অন্য কেউ। তবে, কে, কোথায় গুলি ছুঁড়ছেন বা কে ভিডিও করছেন কারো মুখ দেখা যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গুলি ছুঁড়ছে ভিডিও দেখে আমরা অভিযান শুরু করি। ফেসবুক আইডি থেকে নাম সংগ্রহ করে খোঁজ খবর নিয়ে ভিডিও আপলোডকারী তানভীর হায়দার রাহুল নামে যুবককে আটক করি।'

'তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ইউটিউব থেকে ভিডিওটি ডাউনলোড করে ফেসবুকে নিজের আইডির ডে স্টোরিতে আপলোড করে। তবে সে কোন গুলি ছোঁড়েনি। যা কিনা সে আবার ডিলিট করে দেয়,' যোগ করেন তিনি।

ওসি বলেন, ‘গুলি চালানোর ভিডিও দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক ভীতি প্রদর্শন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হয়। তাই পুলিশের এসআই শাহাদাৎ হোসেন বাদি হয়ে তানভীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’

তিনি বলেন, পুলিশের আইটি বিভাগে ভিডিওটি পাঠানো হয়েছে। এটি বিদেশি কোনো ভিডিও, নাকি গ্রেপ্তারকৃত নিজেই করেছেন সেটি নিয়ে কাজ করে তারা জানাবে।

 

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

49m ago