যশোরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
যশোরের শার্শা উপজেলায় ছয় বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ বুধবার শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে খেলছিল। সেসময় আসামি অন্য শিশুদের বাড়িতে পাঠিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির মা তাকে খুঁজতে গেলে আসামি পালিয়ে যায়।
শিশুটির চাচা বলেন, ‘এ ঘটনায় রাতেই আমরা থানায় মামলা করেছি। আমরা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
শার্শা থানার ওসি বদরুল আলম খান ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন আসামি। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে কারাগারে পাঠানো হবে। আর শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।’
Comments