দক্ষিণখানে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর দক্ষিণখান এলাকায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুছবাগে এ ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর দক্ষিণখান এলাকায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুছবাগে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক। তিনি জানান, নিহত যুবকের নাম আবদুর রশীদ। তার বয়স আনুমাণিক ৩০-৩৫ বছরের মধ্যে।

পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্থানীয় হান্নান ওরফে জাপানি হান্নান নিহত যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। প্রথম গুলিটি না লাগলেও দ্বিতীয়টি গিয়ে যুবকের মাথায় লাগে। পরে ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ইতোমধ্যে এ ঘটনায় হান্নানসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আমরা হান্নানের দক্ষিণখানস্থ বাসভবনে অভিযান চালাচ্ছি।’

‘ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

এই ঘটনার পর ঘটনাস্থলের পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিয়েন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে।’

Comments

The Daily Star  | English

EC denies AL permission for December 10 rally

Decides to hold discussion at Dhaka district AL office

10m ago